আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে।”
মির্জা ফখরুল বলেন, “আমাদের সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ, তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী ২৫ ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী ২৫ ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন।”
সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই ষড়যন্ত্রের পরিসর বাড়ছে। এ পরিস্থিতিতে দলের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে সামনে এগিয়ে নিতে তারেক রহমানের দেশে ফেরা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।”
মির্জা ফখরুল বলেন, “বছরের পর বছর ধরে দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন। এবার তিনি নিজেই দেশের মাটিতে সেই দায়িত্ব পালন করবেন।”
তিনি জানান, দল ইতোমধ্যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করেছে। বিমানবন্দর থেকে তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে, তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।
এদিকে, তারেক রহমানের এই ঘোষিত প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইতোমধ্যে পোস্টার, ব্যানার, মিছিল ও দোয়া মাহফিলের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি যুক্তরাজ্যে আছেন।