রাজনীতি

আসনে আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে বিএনপির বাছাই করা প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দিনভর অনেক প্রার্থী নিজে, কোথাও কোথাও তাদের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। স্ব স্ব এলাকার নির্বাচন অফিস থেকে ফরম নেন তারা। রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

ময়মনসিংহ

ময়মনসিংহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিমের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

হবিগঞ্জ

হবিগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।