বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, “আমাদের ভাই ওসমান হাদি রক্ত দিয়ে গেছেন কিন্তু কোনো আপস করেননি। তাই আমাদের সবাইকে হাদির আদর্শ ও পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে।”
শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, “আন্দোলন কিংবা বিপ্লব এখনো শেষ হয়নি। চূড়ান্ত বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যই আমাদের সামনে এগিয়ে নেবে। আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”
তিনি আরো বলেন, “আমাদের সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। যারা আধিপত্যবাদের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। নচেৎ দেশকে রক্ষা করা সম্ভব হবে না।”
সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে সালাম বলেন, “হাদিকে কারা হত্যা করেছে তা পরিষ্কার। তারপরও একটি চিহ্নিত খুনিকে গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতা। ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি বলেন, “বাংলাদেশকে হজম করা সহজ নয়। এ দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। প্রয়োজনে এই সংগ্রাম আরো দীর্ঘ হবে কিন্তু কোনো অবস্থাতেই আপসের পথে যাওয়া যাবে না।”
বিএনপির এই নেতা বলেন, “ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশের মানুষ বারবার সংগ্রাম করেছে এবং জয়ী হয়েছে। হয়তো এখনো জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি, তবে হতাশ হওয়ার কিছু নেই— কারণ এই জাতিকে কখনো দমিয়ে রাখা যায়নি।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “৫ আগস্টের পরও স্বৈরাচারের প্রতিনিধিদের প্রশাসন ও সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন উপদেষ্টারাও বিষয়টি কিছুটা উপলব্ধি করতে পারছেন।”
‘সমাবেশে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।