রাজনীতি

১৭ বছর পর ঢাকায় তারেক রহমানের প্রথম বক্তৃতা, শুনছে দেশ

বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান দেশে ফিরেই প্রথম ভাষণে সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার ডাক দিলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার পূর্বাচলে গণসংবর্ধনায় দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। তার আগমন ঘিরে ঢাকায় এসেছে সারা দেশের বিএনপির লাখ লাখ নেতাকর্মী। গণসংবর্ধনায় যোগ দিয়েছে বহু সাধারণ মানুষ।

২৫ ডিসেম্বর রাতে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান। তার সঙ্গে এসেছেন তার স্ত্রী, কন্যা ও ইনার সার্কেলের বিএনপির নেতারা।

ঢাকার পূর্বাচলে দেওয়া ভাষণে তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের অগণিত শহীদ এবং গণতন্ত্রকামী মানুষের কথা স্মরণ করেন। এই বক্তৃতায় তারেক রহমান শরিফ ওসমান হাদির আত্মত্যাগের কথা গুরুত্বের সঙ্গে স্মরণ করেন।