ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর সারা দিনের কর্মসূচি শেষে রাজধানীর গুলশানে নিজ বাসার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারেক রহমান। সেখান থেকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করার পর এভারকেয়ার হাসপাতালে যান তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। রাত ৭টা ৩১ মিনিটে হাসপাতাল থেকে গুলশানে বাসার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।
এ সময় হাসপাতালের বাইরে উপস্থিত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিপুল উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তারা ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।