বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় দলের নেতাকর্মীরা ভিড় করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার সময় তিনি গুলশানের বাসা থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হন। তার এই আগমন উপলক্ষে উদ্যান সংলগ্ন সড়কের দুই পাশে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে এলাকা ছেয়ে গেছে।
দীর্ঘ ১৭ বছর পর নেতাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা স্লোগানে মুখর রেখেছেন পুরো এলাকা।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য।
মাজার জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।