রাজনীতি

সমান সু‌যোগ না পে‌লে ‘নির্বাচন বর্জন করবে’ কাদেরের জাপা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। তবে দলটি বলছে, আইনশৃঙ্খলার উন্নতি ও লেভেল প্লেয়িং ফিল্ড সমান না হলে নির্বাচন থেকে সরে আসতে পারে তারা।

জাতীয় পার্টির মহাসচিব  ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সংবাদ স‌ম্মেল‌নে এসে এই ঘোষণা দেন।

তিনি বলেন, “জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। কিন্তু এখনো সে‌টি আশানুরূপ নয়।”

নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা প্রকাশের জন্য এ সংবাদ সন্মেলনে আয়োজন ক‌রা হয়।

২৪৩ আস‌নে প্রার্থী ঘোষণা ক‌রেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।  

জনাকীর্ণ সাংবাদ সন্মেলনে পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি সব সময়ই এ দেশের জনগণের রায়ের ওপর শ্রদ্ধাশীল। জনগণের যেকোন রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল।”

“জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব ইন্টেরিম সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি, সরকার  যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে,” বলেন তিনি।   

পাটোয়ারী বলেন, “সারা দেশে আমাদের নেতাকর্মীরা সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। অনেক আসনেই একাধিক প্রার্থী থাকার কারণে আমরা প্রার্থী মনোনায়নে হিমশিম খাচ্ছিলাম। যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি, ইন্টেরিম সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবে।”

জাপার প্রার্থী তালিকা দেখতে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মোঃ আবু তাহের, ফকরুল ইমাম, উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মোঃ খলিলুর রহমান খলিল, নুরুজ্জামান, মুহিদ হাওলাদার, হেনা খান পন্নি, জাহিদ হাসান ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ মুক্তি, আমির আহমেদ ঢালু, হুমায়ুন খান, আকতার হোসেন, এম এ সোবহান, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন চাকলাদার, দ্বীন ইসলাম শেখ, মীর সামসুল আলম লিপটন, শামীম আহমেদ রেজভী সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহমেদ প্রমুখ।