ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের উদ্দেশে রওনা দেন।
সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। এই আসনটি গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়ে গঠিত। এরইমধ্যে ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অনেকে। সেখান থেকে সরাসরি ইসির উদ্দেশে রওনা দেন তিনি।
এরইমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
এর আগে ২০০৮ সালে ইসি ছবিযুক্ত ভোটার তালিকা করার সময় বাদ যায় তারেক রহমানের নাম।