রাজনীতি

বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই দিনে ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন তার মেয়ে জাইমা রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) তারা দুজনই ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। নিবন্ধন শেষে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করা হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুর কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, “তারেক রহমানের পাশাপাশি তার মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আসবেন। প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য গ্রহণের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।” 

তিনি আরো বলেন, “তারা অনলাইনে আগে থেকেই ফরম পূরণ করেছেন। এখন শুধু আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান নেওয়া হবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে তথ্য যাচাই করে দেখা হবে। সবকিছু ঠিক থাকলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে।”

তিনি জানান, এনআইডি নম্বর সরাসরি অফিস থেকে অথবা অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। এর আগে শহীদ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত শেষে শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

এর আগে ২০০৮ সালে ইসি ছবিযুক্ত ভোটার তালিকা করার সময় বাদ যায় তারেক রহমানের নাম।