রাজনীতি

এনআইডির কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান 

নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান। সেখানে পৌঁছে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করেন। একই দিনে তার কন্যা জাইমা রহমানও ভোটার হতে নিবন্ধিত হন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নির্বাচন ভবন ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। 

জানা গেছে, তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। এই আসনটি গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়ে গঠিত।

বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, তারেক রহমান দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে ভোটার তালিকায় সক্রিয় ছিলেন না। দেশে ফিরে তিনি একজন সাধারণ নাগরিকের মতো আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই ভোটার হচ্ছেন। এতে করে গণতন্ত্র, ভোটাধিকার এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি তারেক রহমানের শ্রদ্ধার বিষয়টি আরো স্পষ্ট হচ্ছে।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে সর্বচ্চো ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমানের এনআইডি নম্বর জেনারেট হবে। 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অনেকে। সেখান থেকে সরাসরি ইসির উদ্দেশে রওনা দেন তিনি। 

সকাল ১০টার কিছু আগে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। পথে এবং শাহবাগে দলের নেতকার্মী ও সমর্থকদের ভিড়ের কারণে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। 

তারেক রহমানের আগমন উপলক্ষে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিজিবি, র‌্যাব। ছিল পুলিশের অতিরিক্ত সদস্য। তার আগমন উপলক্ষে কিছু সময়ের জন্য শাহবাগ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে যায় ইনকিলাব মঞ্চ।  

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগ ছেড়ে দেওয়া হয়েছে। ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে শহবাগে আবার অবস্থান কর্মসূচি পালন করা হবে।” 

এরইমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

এর আগে ২০০৮ সালে ইসি ছবিযুক্ত ভোটার তালিকা করার সময় বাদ যায় বিএনপির এ শীর্ষ নেতার নাম।

গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

গতকাল শুক্রবারও ব্যস্ত সময় পার করেন তিনি। তারেক রহমান তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানেও অসংখ্য নেতা-কর্মীর ভিড় জমে। নেতা-কর্মীদের ভিড়ের কারণে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘসময় লাগে তারেক রহমানের।