নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে ভোটার হওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানের ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করার পর জাইমার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়।
মা জুবাইদা রহমানের সঙ্গে দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশ করেন জাইমা রহমান।
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্রে জন্য ছবি তোলা, আঙুলের ছাপ, স্বাক্ষর দেওয়া ও আইরিশের প্রতিচ্ছবির মাধ্যমে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।
এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন জুবাইদা রহমান।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে সর্বচ্চো ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমান ও তার মেয়ের এনআইডি নম্বর জেনারেট হবে।