রাজনীতি

শোককে শক্তিতে পরিণত করতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তবে এই শোককে দলীয়ভাবে নির্বাচনী ফায়দা হাসিলের জন্য ব্যবহার করার মতো সংকীর্ণ রাজনীতিতে বিশ্বাসী নয় দলটি।”

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই। কিন্তু সেটি দলীয় ভিত্তিতে নির্বাচনী কাজে ব্যবহার করার মানসিকতা আমাদের নেই। আমরা এই শক্তিকে জাতি গঠনের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়।”

তিনি বলেন, “আমাদের সীমিত অর্থনৈতিক সামর্থ্যের মধ্যেই সবাইকে ঐক্যবদ্ধ করে জাতিকে এগিয়ে নিতে হবে, এটাই আমাদের দায়িত্ব। কতটুকু সফল হতে পারব, তা ভবিষ্যৎই নির্ধারণ করবে। এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। আনুষ্ঠানিকতা ও আচার-আচরণ যেভাবে প্রয়োজন, সেভাবেই বিষয়গুলো বিবেচনা করা হবে।”

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে- এর কোনো বিকল্প নেই। ব্যক্তিগত শোক যত গভীরই হোক, জাতির স্বার্থে তাকে শক্ত থাকতে হবে।”

নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আর না থাকায় আইনের দৃষ্টিতে তার কোনো লিগ্যাল এন্টিটি নেই। জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুযায়ী তার মনোনয়ন স্বাভাবিকভাবেই বাতিল হবে। যেহেতু বিকল্প প্রার্থী দেওয়া আছে, বাছাইয়ে যদি তারা টিকে যান, তারাই প্রার্থী হবেন। এটাই আইন।”

তিনি আরো বলেন, “নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। বাছাই ও প্রতীক বরাদ্দের পর যদি এমন ঘটনা ঘটতো, তাহলে আইনি জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারতো। কিন্তু এখন যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই, তাই তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না।”