রাজনীতি

জামায়াতের সঙ্গে জোট ইতিবাচকভাবে দেখছে যুক্তরাষ্ট্র, দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া দাবি করেছেন, “জামায়াতের সঙ্গে এনসিপির জোট যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে।”

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

ওই আলোচনায় দলটির সদস্য সচিব আখতার হোসেন ও অন্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

জাকারিয়া বলেন, “রাজনৈতিক জোট নিয়ে আমাদের একটা লম্বা আলোচনা হয়েছে। আমরা বলেছি, চারটা বিষয়কে বিবেচনায় নিয়ে এই জোটটা হয়েছে। তাতে সংস্কার প্রশ্নে যে দল দলগুলো একমত রয়েছে, তাদের সাথে আমরা জোট করেছি। যুক্তরাষ্ট্র এই জোটকে ইতিবাচকভাবে দেখছে।”

তিনি বলেন, “ইলেকশনের প্রস্তুতি, পরিবেশ, সম্ভাব্য ঝুঁকি, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও জামায়াত জোট নিয়ে আমাদের মূল আলোচনা হয়েছে। তাতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব জানতে চেয়েছি। তাতে যুক্তরাষ্ট্র প্রশাসন আমাদের বর্তমান নির্বাচন নিয়ে আন্তরিক এবং আগ্রহের সাথে আগামী জাতীয় সংসদের নির্বাচনের দিকে তাকিয়ে আছেন।”

“আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে এনসিপি পক্ষ থেকে কিছু কনসার্ন আছে। এই পরিস্থিতি আমাদের নির্বাচনকে কীভাবে প্রভাবিত করে; এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোরভাবে দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে,” বলেন জাকারিয়া।