বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, এটি নিয়মিত বা পূর্বনির্ধারিত কোনো বৈঠক নয়। ফলে নির্দিষ্ট কোনো এজেন্ডাও নির্ধারণ করা হয়নি। বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই বৈঠকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হতে পারে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়। ধীরে ধীরে সেই শোক কাটিয়ে উঠে নতুন বছর ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্ব পুনর্গঠনের বিষয়ে আলোচনা জোরদার হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গভাবে অধিষ্ঠিত হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।