রাজনীতি

প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে: মির্জা ফখরুল 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন। 

সেখানে তিনি লেখেন, “আজ ঢাকা বিমানবন্দরে নামার পর স্ত্রীসহ ছিলেন তিনি। এ সময় এক তরুণ তার স্ত্রীর সঙ্গে এগিয়ে এসে বলেন, ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে—জাস্টিস ফর হাদি!” 

পোস্টে মির্জা ফখরুল আরো লেখেন, “গণতন্ত্রের পক্ষে থাকা ও নির্বাচন নিয়ে উৎসাহ নিয়ে প্রচারণায় যুক্ত এক তরুণকে এভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। হাদি, মুছাব্বির ও সাম্য—প্রতিটি হত্যার বিচার এ মাটিতেই হতে হবে।”