রাজনীতি

আসন সমঝোতা নি‌য়ে আলোচনা এখনো চলছে: ইসলামী আন্দোলন

আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো আসেনি বরং এ নি‌য়ে বহুমাত্রিক আলোচনা চলছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে চর‌মোনাই পী‌রের ইসলামী আন্দোলন বাংলা‌দেশ। 

বৃহস্প‌তিবার (১৫ জানুয়ারি) দুপু‌রে দল‌টির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ কথা জানান। 

তি‌নি বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থিদের একবক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিলো তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে। সেই পথচলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসে নাই। নেতৃবৃন্দ বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ আনুষ্ঠানিভাবেই জাতিকে অবহিত করবেন।”

এ বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকা কামনা ক‌রে‌ন তি‌নি।

জানা গে‌ছে, জামায়া‌তের সি‌নিয়র না‌য়ে‌বে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তা‌হে‌র, খেলাফত মজ‌লি‌সের আমির মাওলানা মামুনুল হক, এন‌সি‌পির আহ্বায়ক না‌হিদ ইসলামসহ জো‌টের দলগু‌লোর শীর্ষ‌নেতারা আসন সম‌ঝোতা নি‌য়ে আজও বৈঠ‌কে বসেন। তারা জোট টিকিয়ে রে‌খে আসন সম‌ঝোতার চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছেন। 

এদিকে, জো‌টের অন‌্যতম বড় শ‌রিকদল ইসলামী আন্দোল‌ন বাংলা‌দেশ‌কে ভ্রাতৃপ্রতিম সংগঠন উল্লেখ ক‌রে দল‌টি সম্প‌র্কে সামা‌জিক যেগা‌যোগ মাধ‌্যমে বিভ্রা‌ন্তিকর বক্তব‌্য থে‌কে বিরত থাক‌তে দ‌লের নেতাকর্মী‌দের প্রতি অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন জামায়া‌তে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান। 

বৃহস্প‌তিবার নি‌জের ‌ভে‌রিফাইড ফেসবুক পে‌জে তি‌নি এ অনু‌রোধ জানান।