রাজনীতি

ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে, প্রত্যাশা বিএনপির

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব নিরপেক্ষ ও যোগ্যতার সঙ্গে পালন করবে—এটাই বিএনপির প্রত্যাশা। দলের পক্ষ থেকে প্রয়োজনীয় বিষয়গুলো কমিশনের সামনে উপস্থাপন করা হবে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, “ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে শক্ত ও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে বিএনপি ও এর সকল অঙ্গসংগঠন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে আজ নতুন করে শপথ গ্রহণ করেছে।”

তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি আধুনিক বাংলাদেশের রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর আদর্শকে ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়ভাবে অগ্রসর হবে।” 

সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “সারাদেশের মানুষ আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় এই দেশপ্রেমী রাষ্ট্রনায়ককে স্মরণ করছে। তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ আজও আমাদের পথনির্দেশনা দেয়।”

তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় নাম। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় ঐক্য গঠনে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ; সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।