রাজনীতি

দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও ছাত্রদলের

পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে ছাত্রদল।  

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনের সড়কে ছাত্রদলের নেতা–কর্মীরা জড়ো হতে শুরু করেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন থানা ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন সাম্প্রতিক সময়ে কিছু পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়ার জন্য বিশেষ ‘সেটআপ’ তৈরি করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতের জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নীলনকশা বাস্তবায়নের আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন নেতারা।

এদিকে, ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

ছাত্রদলের যেসব অভিযোগে কর্মসূচি পালন করছে সেগুলো হলো,  ১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

এর আগে রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। ওইদিন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা কর্মসূচিতে অংশ নেন। পরে নির্বাচন কমিশনের কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে কমিশন দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনার আশ্বাস দেয়।