ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দলীয় থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে (শহীদ হাদি চত্বর) থিম সং উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এ সময় তিনি বলেন, “এই শাহবাগ থেকে আমাদের জন্ম হয়েছে। আজ এখানে এনসিপির নির্বাচনি থিম সং উদ্বোধন হচ্ছে। আমরা এখানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছেন। তাদেরকে সঙ্গে নিয়েই থিম সং রিলিজ করতে চেয়েছি। আমরা এমন কোনো জায়গায় রিলিজ করতে চাইনি, যেখানে সব শ্রেণির মানুষের প্রবেশের সুযোগ নেই। এই থিম সংয়ের মাধ্যমে আমাদের পার্টির নির্বাচনি ধারণা তুলে ধরছি এবং শাপলা কলি মার্কার পরিচয় করিয়ে দিচ্ছি।”