জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান করব, মির্জা আব্বাসের দল থেকে বহিষ্কার করুন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার ফকিরাপুল মোড়ে পারাবাত হোটেলের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
এর আগে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে রাজধানীর শান্তিনগরে সড়কে বসে প্রতিবাদ করেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ বেলা সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা উৎসবে এ ঘটনা ঘটে।
পাটওয়ারী ছিলেন ওই উৎসবের আমন্ত্রিত অতিথি। তিনি সেখানে পৌঁছালে কিছু তরুণ তাকে উদ্দেশ করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। এরপর ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় পাটওয়ারীর ওপর শারীরিক আক্রমণ করা হয় বলেও অভিযোগ করা হয়।