রাজনীতি

দুই মাসের মধ্যেই ওমানে ওয়ার্ক ভিসা পুনরায় চালুর আশ্বাস 

দুই মাসের মধ্যেই ওমানে ওয়ার্ক ভিসা পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। 

অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণের উদ্যোগ নেওয়ায় ওমান সরকারকে ধন্যবাদ ও প্রশংসা জানান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বাংলাদেশি দক্ষ কর্মী বিশেষ করে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের ওমানের শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের ওপর আরোপিত ওয়ার্ক ভিসা স্থগিতাদেশ পর্যালোচনার অনুরোধ জানান।

ওমানের শ্রমমন্ত্রী জানান, দেশটিতে বিদ্যমান অনিয়মিত ও আনডকুমেন্টেড প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে তিনি আশ্বাস দেন, আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে।

সাক্ষাৎকালে উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী প্রেরণের পূর্বে দক্ষতা যাচাই এবং প্রাক-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন-কানুন সম্পর্কে কর্মীদের অবহিতকরণসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এছাড়া, তিনি চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশনের আহ্বানের প্রস্তাব দেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চূড়ান্তকৃত সমঝোতা স্মারকটি স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান।