মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার ফকিরাপুল মোড়ে পারাবাত হোটেলের নিচতলায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আপনারা যদি আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কী? আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মঞ্চে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। মনে রাখবেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।”
তিনি বলেন, “২০১৮ সালে আপনারা মাঠে নামতে পারেননি, ২৮ অক্টোবর তিন মিনিটও দাঁড়াতে পারেননি। তখন আমরা আপনাদের সহানুভূতি জানিয়েছি। কিন্তু, এখন আপনারা সমালোচনা সইতে পারছেন না। নাসীরুদ্দীন পাটওয়ারীকে আপনারা বেয়াদব বলছেন, কিন্তু ১২ ফেব্রুয়ারি জনগণই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে—কে বেয়াদব আর কে গ্যাংস্টার।”
এনসিপির আহ্বায়ক বলেন, “যদি আঘাত হয়, তাহলে পাল্টা আঘাত আসবে। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের ওপরেও ডিম পড়বে। আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না। তবে, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের যা করণীয়, আমরা তা-ই করব।”
তিনি আরো বলেন, “আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, এইটা আমরা বাংলাদেশে হতে দিব না। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। আমরা দেখতে চাই, তারা কী ব্যবস্থা নেয়, কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে কী ব্যবস্থা নেয়? এর পরে বাকি জবাব আমরা জনগণকে নিয়ে ১২ ফেব্রুয়ারির ইলেকশনে দিব।”