রাজনীতি

শীর্ষ নেতাদের বক্তব্য বিকৃত করে অপপ্রচার চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী বলেছেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়া পল্টনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচার শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আমরা গত ১৬–১৭ বছরে দেখেছি আইনজীবীরা কীভাবে বুক ফুলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আমার ডানে-বামে যারা দাঁড়িয়ে আছেন, তারা পুলিশের লাঠিচার্জ সহ্য করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই আহত ও নিপীড়িত হয়েছেন।”

তিনি বলেন, “ধানের শীষের পক্ষে দাঁড়ানো মানে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে দাঁড়ানো।”

তিনি অভিযোগ করে বলেন, “বিএনপির চেয়ারম্যান  তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালান হচ্ছে।”

আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, “২০১৫ সালের আন্দোলনে বাস পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগ থাকা সত্ত্বেও তাদের নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আওয়ামী লীগ যত অপরাধই করুক, তারা পার পেয়ে যায়।”

তিনি আরো বলেন, “ইসলামের নামে রাজনীতি করে যারা মুনাফিকি করে, তারা সবচেয়ে বড় অন্যায় করছে। ইসলাম মিথ্যা ও ভণ্ডামিকে সমর্থন করে না।”

সমাবেশে রিজভী বলেন, “ধানের শীষ বাংলাদেশের জাতীয়তাবাদ, চেতনা ও মানুষের হৃদয়ের সঙ্গে জড়িত। এদেশের মানুষ কখনো মিথ্যা, অসত্য ও ভণ্ডামির পক্ষে দাঁড়ায়নি। ধানের শীষ সবসময় সত্য ও গণতন্ত্রের প্রতীক।”