রাজনীতি

ভোটের মাঠে মিথ্যা প্রচারণার অভিযোগ বিএনপির

ভোটের মাঠে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, ধর্মীয় অনুভূতি ব্যবহার, মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চলছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি বলেন, “আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোটের মাঠে বিভ্রান্তি ছড়াচ্ছে। কখনো কোরআন শরীফে শপথ, কখনো জান্নাতের প্রলোভন, আবার কোথাও আর্থিক প্রস্তাব দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে, যা নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন।”

মাহ্দী আমিন জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ, অর্থ বা উপহার প্রদানের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছে। এসব কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ হলেও একটি পক্ষ তা উপেক্ষা করছে বলে তিনি অভিযোগ করেন।

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিএনপি সরকারের সময় দুর্নীতির হার আন্তর্জাতিক সূচকে কমেছিল। অথচ যারা তখন সরকারে অংশীদার ছিল, তারাই এখন বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়ে একটি দল জনগণকে বিভ্রান্ত করছে। অথচ এসব সিদ্ধান্ত আগেই রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত হয়েছে।’’

নওগাঁর সাপাহারে একটি মসজিদের মুয়াজ্জিনকে রাজনৈতিক কারণে চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মাহ্দী আমিন বলেন, এটি নাগরিক অধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ। অবিলম্বে তাকে পুনর্বহালের দাবি জানান তিনি।

এছাড়া সিলেটে এক প্রার্থীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “পুলিশ কারও অনুমতি ছাড়া ব্যবস্থা নিতে পারবে না—এ ধরনের বক্তব্য প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী এবং ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।” সংবাদ সম্মেলন শেষে মাহ্দী আমিন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং নির্বাচন কমিশনকে কঠোর অবস্থান নেওয়ার অনুরোধ করেন।