নিজস্ব প্রতিবেদকঢাকা, ২৩ জুন: গ্রামীণ ব্যাংকের অক্ষুণ্নতা বজায় রাখা এর অগ্রযাত্রায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকবে প্রধান বিরোধী দল বিএনপি।রোববার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন পত্র ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়ার সময় তাঁকে এই প্রতিশ্রুতি দেয়া হয়।মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পুরুস্কার ‘মার্কিন কংগ্রেশনাল এয়ার্ড’ অর্জন করায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নিজ হাতে লেখা অভিনন্দন পত্রটি পাঠান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক দলের পক্ষ থেকে মিরপুর ইউনূস সেন্টারে অভিনন্দন পত্রটি নিয়ে যান। পরে ড. ইউনূসকে ফুলের তোড়াও উপহার দেন তারা।ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, আমি বাংলাদেশের মানুষের হয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড গ্রহণ করেছি। এই অর্জন আমার একার নয়। সমগ্র দেশবাসির। এই অর্জনের জন্য বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন আমাকে অভিনন্দন জানানোয় আমি গর্বিত। আমি তার এবং তার দলের প্রতি কৃতজ্ঞ।শমসের মবিন চৌধুরী বলেন, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে যে অবদান রেখেছে ইতিহাসে বিরল। তাই বিএনপি গ্রামীণ ব্যাংকের সাফল্য কামনা করে। অগ্রযাত্রায় সব সময় পাশে থাকবে।ড. ওসমান ফারুক বলেন, মার্কিন কংগ্রেশনাল পুরুস্কার অর্জনের সময়ও আমাদের দলের পক্ষ থেকে চেয়ারপারসন খালেদা জিয়া ড. মুহাম্মদ ইঊনূসকে অভিনন্দন জানিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে তার নিজ হাতে লেখা অভিনন্দন পত্রটি তার হাতে তুলে দেয়া হল।তিনি বলেন, আমরা মনেকরি ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে গর্ব। তার সম্মান ও অর্জনগুলোকে আমাদের রক্ষা করতে হবে। পাশাপাশি তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অক্ষুণ্নতা ও অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সে বিষয়েও আমরা দলের পক্ষ থেকে তার পাশে থাকব।এর আগে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার নিজ অফিসকক্ষে একান্ত বৈঠক করেন বিএনপির এই নেতা। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
রাইজিংবিডি / কেএস