রাজনীতি

সিটি নির্বাচনে জনগণ জুলুমের জবাব দিয়েছেন: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদকঢাকা, ২৭ জুন: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জনগণ সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে সরকারের দুর্নীতি, জুলুম-অত্যাচার নির্যাতনের জবাব দিয়েছেন। আগামীতেও একইভাবে সরকারকে প্রত্যাখান করবেন তারা।তিনি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।বর্তমান সরকারের অধীনে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে ক্ষমতাসীনদের এমন বক্তব্য নাকচ করে খালেদা জিয়া বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। সুষ্ঠু হলে সরকার-সমর্থিত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতো। তাই টালবাহানা বাদ দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা-ভাবনা শুরু করুন। লেভেল প্লেয়িং ফিল্ড হোক। সমানে সমানে খেলা হলে দেখা যাবে জনগণ কাদের ভোট দেয়।বুধবার রাতে গুলশান কার্যালয়ে সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুরুতেই সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে অভিনন্দন জানান খালেদা জিয়া। তিনি বলেন, সিলেটের পূণ্যভূমি থেকে আমাদের জয়যাত্রা শুরু হয়েছে। আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শুধু সিলেট নয়, সবগুলো সিটি করপোরেশন নির্বাচনেই সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, যার জন্য এত বড় জয় আমাদের। ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে দল ও জোটের নেতা-কর্মীদের কাজ করার আহবান জানান খালেদা জিয়া।সিটি করপোরেশন নির্বাচনে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় বিএনপি-সর্মথিত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ায় তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।অনুষ্ঠানের শুরুতে সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন কাউন্সিলর খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী লুনা, সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডাক্তার সায়েফ, সিলেট বিভাগ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এস এম জাহাংগীরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।গত ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৮-দলীয় জোট-সর্মথিত মেয়র প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরী বিশাল ভোটের ব্যবধানে ক্ষমতাসীন ১৪-দলীয় জোট প্রার্থী বদরউদ্দিন কামরানকে পরাজিত করেন।

রাইজিংবিডি / কেএস