রাজনীতি

সাকার পক্ষে সাক্ষী তালিকায় সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদকঢাকা, ২৭ জুন: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে এবার সাক্ষী মানা হলো ব্যবসায়ী সালমান এফ রহমানকে।

শুধু সালমানই নন, সুপ্রিমকোর্টের সাবেক একজন বিচারপতিসহ মোট চারজনকে সাক্ষী মেনে তাদের নাম জমা দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

বৃহস্পতিবার সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে সাক্ষিদের নামের এই তালিকা জমা দেন।

চার সাক্ষী হলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিষয়ক উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইন, সাবেক প্রধান বিচারপতি মাঈনুর রেজা চৌধুরীর ভাই কাইয়ুম রেজা চৌধুরী ও নিজাম আহমেদ।

উল্লেখ্য কাইয়ুম রেজা চৌধুরী, সাকা চৌধুরীর আপন খালাতো ভাই। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত। কাইয়ুম রেজা চৌধুরী ১৯৯১ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের টিকিটে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করেছিলেন।

বুধবার সালাউদ্দিন কাদেরের পক্ষে সাক্ষীদের তালিকা দেয়ার নির্দেশ দেয় বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১।

গত ১৭ জুন সোমবার থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় পাঁচ জন সাফাই সাক্ষীর মধ্যে প্রথম সাক্ষী হিসেবে তিনি নিজেই নিজের পক্ষে সাক্ষ্য দিতে শুরু করেন।

এ পর্যন্ত তিনি ছয়দিন তার নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন।

 

রাইজিংবিডি / এএম / এসকে / এলএ