রাজনীতি

জাপানি রাষ্ট্রদূতের বাসায় বিএনপি’র চার নেতা

ঢাকা: দেশের এই সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে কূটনৈতিকদের আনাগোনা চোখে পড়ার মতো। শুধু রাজনীতিবিদই নয়, শিক্ষক-ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের লোকদের গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের কূটনৈতিকদের সঙ্গে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যাচ্ছে।এরই ধারাবাহিকতায় রোববার রাতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমার বাসায় যান বিএনপি’র জৈষ্ঠ্য চার নেতা।একটি দায়িত্বশীল সূত্র জানায়, রাজধানীর বারিধারায় দূতাবাস রোডে জাপানি দূতাবাসে রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দুই ঘণ্টা অবস্থান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. ওসমান ফারুক ও সাবিহ উদ্দিন আহমেদ।বৈঠকে জাপানি রাষ্ট্রদূত ও বিএনপি নেতাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা না গেলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পূর্ব এশিয়ার এই গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক বিশেষ গুরুত্ব বহন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।এ ব্যাপারে জানতে চাইলে শমসের মবিন চৌধুরী বাংলানিউজকে বলেন,“একটি সামাজিক অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত আমন্ত্রণ জানিয়েছিলেন।” তবে এটিকে কোন রাজনৈতিক বৈঠক হিসেবে অভিহিত করতে রাজি হননি তিনি।