সংসদ রিপোর্টার
নিজের আপন ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রতি ধিক্কার জানালেন সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। ‘বঙ্গবন্ধুকে রাজাকারদের কমান্ডার’ বলে মন্তব্য করায় রবিবার জাতীয় সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাসণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি নিজ ভাইয়ের প্রতি এ ধিক্কার জানান। আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “তরুণ প্রজন্ম তাকে (কাদের সিদ্দিকী) নব্য রাজাকার বলায় তিনি এখন বেসামাল। তিনি মধ্যরাতে দিগন্ত টিভিতে টকশোতে অংশ নিয়ে ও নয়াদিগন্তে কলাম লিখে যুবসমাজ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন। তাই আমিও তাকে প্রত্যাখ্যান করছি। ধিক! তাকে ধিক! ” কাদের সিদ্দিকীর উদ্দেশ্যে লতিফ সিদ্দিকী বলেন, “একাত্তরে তুমি যুদ্ধে অংশ নিয়েছিলে তোমার নিজের জীবন বাঁচানোর জন্য, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নয়। ৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর তুমি যে অস্ত্র ধরে ছিলে তা এ হত্যার প্রতিশোধ নিতে নয়। তোমার জীবন বাঁচাতে। তাই আমি তোমার বর্তমান ভূমিকাকে ধিক্কার জানাই। ধিক!” উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে স্থাপিত গণজাগরণ মঞ্চ থেকে সম্প্রতি কাদের সিদ্দিকীকে ‘নব্য রাজাকার’ বলে আখ্যায়িত করে তার বিরুদ্ধে স্লোগান দেয়া হয়েছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন এসেছিল। সে সূত্র ধরে শনিবার কাদের সিদ্দিকী তার এক বক্তব্যে বলেন, “আমি রাজাকার হলে বঙ্গবন্ধু রাজাকারদের কমান্ডার।” লতিফ সিদ্দিকীর বক্তব্য শেষে ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় সদস্য ইতোপূর্বে আবদুল লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন সেখানে কার্যপ্রণালী বিধি বহির্ভূত কোনো বক্তব্য থাকলে তা এক্সপাঞ্জ করা হবে।”