রাজনীতি

কোকোর চেহলাম আজ

নিজস্ব প্রতিবদেক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম আজ বুধবার অনুষ্ঠিত হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এদিন সকাল থেকে কোকোর আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার রাতে রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, চলমান আন্দোলনে সারা দেশের বিএনপির নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করেও দোয়া করা হবে।

 

এদিকে সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির দুই মামলায় নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আদালতে হাজির করার নির্দেশ রয়েছে।

     

রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৫/রেজা/রফিক