পজিটিভ বাংলাদেশ

নির্বাচনের পোস্টার দিয়ে খাতা বানাচ্ছে শিশু জাহিদ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে ৩০ নভেম্বর। নির্বাচনকে ঘিরে কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা প্রচারের জন্য বিভিন্ন মোড়ে মোড়ে পোস্টার লাগান। নির্বাচন শেষ হওয়ায়, সে পোস্টারগুলো দেওয়াল থেকে সংগ্রহ করছিল ছোট ছোট শিশু ও নিন্ম আয়ের মানুষ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা শহরের বিশ্ব রোড মোড়, অক্ট্রয় মোড়, কালেক্টার চত্বরে এমন চিত্র দেখা যায়।

জাহিদ হাসান নামের এক শিশু বলে, ‘আমার মা বাসা বাড়িতে কাজ করে। তাই খাতা কিনে দিতে পারে না।খাতার জন্য লিখতে পারি না। তাই এসব পোস্টার ছিঁড়ে বাড়ি নিয়ে যাবো। খাতা বানিয়ে লেখালেখি করবো।’ 

মাথায় এসব চিন্তা কেমন করে আসলো জানতে চাইলে জিহাদ বলে, ‘আমি বড় হয়ে বড় অফিসার হবো।তাই মাথায় ছোট খাটো বুদ্ধির প্রয়োজন পড়ে।নিজের বুদ্ধিতেই নিজে কাজ করি।’

বুধবার (১ ডিসেম্বর) রাতে অক্ট্রয় মোড়ে বাতিল পোষ্টার সংগ্রহ করছিলেন মিলন নামের এক রিকশা চালক। তার কাছে এসব পোষ্টার ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এসব পোষ্টারের মধ্যে যেসব পোষ্টার মোটা সেটা দিয়ে আমার বাচ্চাদের বইয়ের মলাট বানিয়ে দেবো।আর যেগুলো একেবারেই অযোগ্য সেগুলো জ্বালানীর কাজে ব্যবহার করবো।’জসিম উদ্দিন নামের এক ভ্যান চালক বলেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শক্তি কমে গেছে। সকাল থেকে কোনো ভাড়া পাইনি। তাই গাছ তলায় চুপচুপ বসে চিন্তা করছিলাম, সংসার কিভাবে চলবে। তখন ভাবলাম লাখ লাখ টাকা খরচ করে নেতারা পোস্টার লাগিয়েছে। সেগুলো ছিঁড়ে ঠোঙা বানিয়ে বিক্রি করবো। ভালো আয়ও হবে।’

জাহাঙ্গীর আলম নামের এক পরিবেশ কর্মী বলেন, ‘অনেক নিন্ম আয়ের মানুষ নিজেদের সন্তানদের লেখাপড়ার ব্যয় ঠিকভাবে বহন করতে পারেন না। তাই তারা দেওয়াল থেকে পোস্টার সংগ্রহ করে ছেলে মেয়র জন্য খাতা বানাবেন। অনেকে পোষ্টার দিয়ে ঠোঙা বানিয়ে কিছুটা বাড়তি আয়েরও সুযোগ পাবেন।’