দেহঘড়ি

কুকুরের মালিকদের করোনা ঝুঁকি বেশি: গবেষণা

বলা হয়, কুকুর মানুষের সেরা বন্ধু। কিন্তু আপনার বাসায় যদি কুকুর থাকে তাহলে নিজের অজান্তেই আপনি করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারেন। স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোভিড-১৯ রোগের মূল ঝুঁকির কারণগুলো বিশ্লেষণ করেছেন এবং দাবি করেছেন যে, কুকুর পোষা আপনার করোনা ঝুঁকি বাড়িয়ে তোলে।

এ গবেষণায় গবেষকরা মার্চ থেকে মে মাস পর্যন্ত জাতীয় লকডাউন চলাকালীন স্পেনের ২,০৮৬ জন ব্যক্তিকে পর্যবেক্ষণ করেছেন। তাদের বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে- যাদের বাসায় কুকুর ছিল তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

গবেষণার নেতৃত্বদানকারী ক্রিস্টিনা সানচেজ গঞ্জালেজ বলেন, ‘আমাদের গবেষণার ফল কুকুর-মানুষের মধ্যে সংস্পর্শ বাড়ানোর বিষয়ে সতর্ক করছে এবং এই বেশি সংক্রমণের কারণ এখনও ব্যাখ্যা করা যায়নি।’

তার মতে, মানুষের মধ্যে সার্স-কোভ-২ শনাক্তকরণের প্রক্রিয়ার বর্তমান ঘাটতি বিবেচনায় কুকুরের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা খুব অসম্ভব একটি ব্যাপার।’

এ গবেষণার আলোকে যারা কুকুর পোষেন তাদেরকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন গবেষকরা।