রাইজিংবিডি স্পেশাল

এরশাদের সংবর্ধনায় জাপার ‘শোডাউন’

মোহাম্মদ নঈমুদ্দীন : পাঁচ দিনের দিল্লি সফর শেষে দেশে ফিরলেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সংবর্ধনা দেবে দলের নেতা-কর্মীরা। এই সংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের ‘শোডাউন’ করবে দলটি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এই সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা দিতে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা। এ নিয়ে দুই শাখার শীর্ষ নেতারা থানা ও ওয়ার্ড শাখার নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। বিমানবন্দরে ব্যাপক লোকসমাগমের টার্গেট নেওয়া হয়েছে। রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ড থেকে নেতা-কর্মীদের বিমানবন্দরে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। সংবর্ধনার প্রচার চালাতে নেতাদের কেউ কেউ পোস্টারও ছাপিয়েছেন। নগরীর বিভিন্ন স্থানে এরশাদের বিশাল ছবি সম্বলিত এসব পোস্টার, বিলবোর্ড ও ব্যানার শোভা পাচ্ছে। সংবর্ধনা সফল করতে রাজধানী ঢাকার নেতা-কর্মীদের মিছিল সহকারে বিমানবন্দরে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ও প্রাক্তন  রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দিল্লি সফরে রয়েছেন। পাঁচ দিনের সফর শেষে তিনি ২৩ জুলাই দেশে ফিরবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাকে বিমানবন্দরে সংবর্ধনা দেবো। নেতা-কর্মীরা এজন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছে।

 

তিনি জানান, পার্টির চেয়ারম্যানের এই সংবর্ধনায় মহানগর দক্ষিণের বিপুলসংখ্যক নেতা-কর্মী বিমানবন্দরে উপস্থিত থাকবেন। সেদিন প্রমাণ হবে ঢাকার মাটি এরশাদের ঘাঁটি। পার্টির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু জানান, ২৩ জুলাই বিমানবন্দরে এইচ এম এরশাদকে ঐতিহাসিক সংবর্ধনা দেওয়া হবে। ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীরা কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। বিমানবন্দরে নেতা-কর্মীরা বিশাল জমায়েত করে চমক দেখাবে বলেও জানান তিনি। এদিকে সংবর্ধনা সফল করতে জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার রাতে প্রস্তুতি সভা করে জাতীয় পার্টি। রাজধানীর  কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় নেতা-কর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ও মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, আরিফ খান, জহিরুল ইসলাম জহির ও নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল আলম রুবেল, মোস্তাকুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক সরদার শাহজাহান, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, জাপা নেতা আবু সাইদ স্বপন, ছাত্রসমাজের সেক্রেটারি মিজানুর রহমান ‍মিরু প্রমুখ। একইদিন বিকালে প্রস্তুতি সভা করেছে মহানগর উত্তর জাতীয় পার্টি। উত্তরের সহসভাপতি বাহাউদ্দিন বাবুলের সভাপতিত্বে পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর উত্তর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, উত্তরের নেতা মোস্তাফিজুর রহমান নাইম, সুলতান আহমেদ সেলিম, আনিস-উর রহমান খোকন, মামুনুর রহমান মামুন, হাজী সিরাজ, অধ্যক্ষ মোস্তফা চৌধুরীসহ ঢাকা মহানগর উত্তরের সকল থানা সভাপতি ও সাধারণ সম্পাদক। পাঁচ দিনের দিল্লি সফরে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সফরকালে ভারতের আজমির শরীফে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) এর মাজার জেয়ারত শেষে আগামী ২৩ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/নঈমুদ্দীন/সাইফ