রাইজিংবিডি স্পেশাল

আসছে এরশাদের নির্বাচনী কর্মসূচি

মোহাম্মদ নঈমুদ্দীন : একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকেই মাঠে থাকতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি। লাঙ্গলে ভোট চেয়ে সারাদেশ সফর করবেন তিনি। হেলিকপ্টারে ঘুরে বেড়াবেন দেশের মহানগর ও জেলা-উপজেলায়। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এরশাদ। নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে লাঙলের পক্ষে গণজোয়ার সৃস্টি করাই এই মুহূর্তে তার অন্যতম লক্ষ্য। সারাদেশে নির্বাচনী প্রচারণার পাশাপাশি প্রার্থী তালিকা মনোনয়ন, নির্বাচনী তহবিল গঠন, বিদেশি বন্ধুদের দৃষ্টি আকর্ষণ ও নির্বাচনী কৌশল নির্ধারণ করবেন প্রাক্তন এই রাষ্ট্রপতি। জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি ও নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচনী কর্মসূচি চূড়ান্ত করতে দুদিনের নোটিশে জরুরি ভিত্তিতে দলের প্রেসিডিয়াম সভা ডেকেছেন তিনি। এরশাদের বনানী কার্যালয়ে সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে দলের এই নীতি নির্ধারণী বৈঠক। এতে এরশাদ, দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন এরশাদসহ প্রেসিডিয়াম সদস্যরা অংশ নেবেন। জাতীয় পার্টির প্রভাবশালী এক প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন, নির্বাচনী কর্মসূচি চূড়ান্ত করা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আলোচনা, বিশেষ করে বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সমর্থন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সভায়। দলের ঘনিষ্ঠ সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল হামিদকে আবারো রাষ্ট্রপতি হিসেবে সমর্থন দেবে এরশাদের জাতীয় পার্টি। প্রেসিডিয়ামের সভায় আলোচনা করে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হবে। এটি ঘোষণাও দেওয়া হতে পারে। প্রেসিডিয়ামের সভায় ডিসেম্বর পর্যন্ত সারাদেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রচারণার অংশ হিসেবে প্রথমে দেশের বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। তারপর জেলা পর্যায়ে সমাবেশ। বিশেষ করে দেশের যেসব এলাকায় জাতীয় পার্টির ভাল প্রার্থী রয়েছে সেসব এলাকায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশ করবে দলটি। এসব সমাবেশে দলের চেয়ারম্যান এরশাদ যাবেন। দলের উচ্চ পর্যায়ের নেতারা এরশাদের সফরসঙ্গী হবেন। জুন-জুলাই মাসের দিকে ঢাকায় মহাসমাবেশ ঘোষণা করতে পারেন এরশাদ। এমন সব নির্বাচনী কর্মসূচি নির্ধারণে সোমবার প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন সাবেক এই রাষ্ট্রপতি। অবশ্য এরই মধ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে জাতীয় পার্টি। দলের নেতারা জেলায় জেলায় নির্বাচনী সমাবেশও চালিয়ে যাচ্ছেন। ১ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জেয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন এরশাদ। ঠাকুরগাঁওসহ বেশ কয়েকটি জেলায় সমাবেশে লাঙ্গলের পক্ষে ভোট চান তিনি। রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৮/নঈমুদ্দীন/শাহনেওয়াজ