রাইজিংবিডি স্পেশাল

ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের নামে পেজ খুলে জঙ্গিবাদের প্রচারণা

করোনা সংকটকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। একই সঙ্গে সরকারবিরোধী নানা অপপ্রচার চালাচ্ছে সংগঠনটি।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি পেজের মাধ্যমে এসব প্রচারণা চালাচ্ছে তারা। সেখানে বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের পদক্ষেপের সমালোচনাসহ নিজদের নানামুখী প্রচারণা চালানো হচ্ছে। গ্রুপটি করোনা সংকটকালেই খোলা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পেজটি তাদের পর্যবেক্ষণে আছে। যারা এটি পরিচালনা করেছে তাদের শনাক্ত করা গেলে আইনের আওতায় আনা হবে।

ঢাবি কর্তৃপক্ষ বলছে, এ ধরনের কর্মকাণ্ডে তাদের কোনো শিক্ষকক-শিক্ষার্থী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নামে ওই ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে, গত ৩১ মার্চ এটি খোলা হয়েছে। বাংলাদেশ থেকে এটি পরিচালনা করা হচ্ছে। নিজেদের মতাদর্শের বক্তব্য দিয়ে গত ৭ মার্চ একটি বিজ্ঞাপনও পোস্ট করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বিজ্ঞাপন সক্রিয় ছিল। 

এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুজয় সরকার বলেন, করোনা সংক্রমণের পর গুজব ছড়ানোর দায়ে ২০ জনকে আটক করেছে র‌্যাব। নিয়মিত অনলাইন পেট্রোলিং অব্যাহত আছে।

র‌্যাব-২ এর আগারগাঁও ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিদ্বেষপূর্ণ পোস্ট সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটর করা হচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, এ বিষয়ে তারা কাজ করছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার আ ফ ম আল কিবরিয়া বলেন, ‘বিষয়টি আমাদের নজরদারিতে আছে। যারা এ পেজ পরিচালনা করছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানি বলেন, ‘আমরা এখনো এ পেজের বিষয়ে কিছুই জানি না। এখানে যদি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক-শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

ঢাকা/নূর/ইয়ামিন/রফিক