রাইজিংবিডি স্পেশাল

সংসদ থেকে পদত‌্যাগ: বিএনপির আহ্বানে সাড়া নেই জাপার

জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত‌্যাগপত্র দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত এমপিরা। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সাংসদদেরও পদত‌্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। কিন্তু, বিএনপির এ আহ্বানে সাড়া দিচ্ছে না জাতীয় পার্টি (জাপা)। বরং, জাপার নেতারা এ আহ্বান প্রত‌্যাখ‌্যান করেছেন।

বিএনপির আহ্বানে সাড়া দিয়ে সংসদ থেকে পদত‌্যাগ করছেন কি না, জানতে চাইলে জাপার কো-চেয়ারম‌্যান কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, ‘জাতীয় পার্টি সংসদীয় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। বৈরী পরিস্থিতিতেও আমরা নির্বাচনে অংশ নিয়ে দুই দুবার জাতীয় সংসদের বিরোধী দল হয়েছি। সংসদে কাদা ছোড়াছুড়ির যবনিকাপাত ঘটিয়ে সংসদে ও সংসদের বাইরে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ‌্যমে সত্যিকারের বিরোধী দল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছি। আমরা এভাবে সংসদের পূর্ণ মেয়াদ পার করতে চাই। অস্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদলের জন‌্য জাতীয় পার্টির সংসদ সদস‌্যরা এক মিনিট আগেও সংসদ থেকে পদত‌্যাগ করবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, আগামীতে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচনের মাধ‌্যমে ক্ষমতার পালাবদল হোক। সংসদীয় গণতন্ত্রের ধারা অব‌্যাহত থাকুক।’

বিএনপি সংসদ থেকে পদত্যাগ করল কি না, তার সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই বলে মন্তব‌্য করেছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য জাতীয় পার্টি রাজনীতি করছে। জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না।’

জাতীয় পার্টি সরকার পতনের জন্য আন্দোলন করছে না, বরং দলটি সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আন্দোলন করছে বলেও দাবি করেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে। তাদের রাজনীতির সঙ্গে জাতীয় পার্টির রাজনীতির আদর্শগত পার্থক্য আছে। বিএনপি তাদের সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছে, তা জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে ভিন্ন। এ আহ্বানে জাতীয় পার্টির সমর্থন নেই।’

বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘বিএনপি বর্তমান সরকারের উন্নয়নের রাজনীতি থামিয়ে দিতে দলের সংসদ সদস‌্যদের পদত‌্যাগ করিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। জাতীয় পার্টি সংসদে পূর্ণ মেয়াদ পার করেই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের ধারা অব‌্যাহত রাখতে চায়। সংসদ থেকে জাতীয় পার্টির পদত‌্যাগের প্রশ্নই আসে না। বিএনপির সহিংস রাজনীতির ফাঁদে পা দেবো না আমরা। আমরা বিএনপির মতো সহিংস রাজনীতিতে বিশ্বাস করি না।’

তিনি আরও বলেন, ‘বিএনপির সাত সংসদ সদস্যের পদত‌্যাগে সংসদে কোনো প্রভাব পড়বে না, ক্ষতি হবে না, সংসদীয় গণতন্ত্রে বাধা হবে না। বরং, এতদিন তারা গালমন্দ করে পুরো সংসদকে দূষিত করে রেখেছিলেন, তাদের পদত‌্যাগে সংসদ দূষণমুক্ত হয়েছে। আশা করি, আগামীতে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জাতীয় সংসদে ভালো, সৎ ও দৃষ্টান্ত স্থাপনকারী পার্লামেন্টারিয়ানরা আসবেন। আমি আগামীর এমন পার্লামেন্টারিয়ানদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছি।’

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে একাদশ জাতীয় সংসদ থেকে দলীয় সংসদ সদস‌্যদের পদত‌্যাগের কথা জানান বিএনপির সাংসদ ব‌্যরিস্টার রুমিন ফারহানা। ওই সমাবেশে জাতীয় পার্টির এমপিদের সংসদ পদত্যাগের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

আহমেদ আজম খান বলেন, ‘বিএনপির সাতজন এমপি সংসদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির এমপিদের বলব, আগামীকালের মধ্যে আপনারাও পদত্যাগ করে জনতার কাতারে চলে আসুন। জনগণ আর এক মুহূর্তও এই সরকারকে চায় না।’