রাশিয়া বিশ্বকাপ ২০১৮

স্বাগতিক রাশিয়ার প্রাথমিক দলে ২৮ ফুটবলার

ক্রীড়া ডেস্ক : এবারের বিশ্বকাপের আয়োজক রাশিয়া। ১৪ জুন থেকে রাশিয়ার ১২টি ভেন্যুতে শুরু হবে এই বিশ্বকাপ। স্বাগতিক হিসেবে রাশিয়া রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ মিশর, উরুগুয়ে ও সৌদি আরব। ঘরের মাঠে বিশ্বকাপে নকআউট পর্বে উঠতে চায় রাশিয়া। সে লক্ষ্যে তারা অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে। এবার বিশ্বকাপকে সামনে রেখে তারা ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের পরিবর্তে অপেক্ষাকৃত তরুণদের সুযোগ দিয়েছেন কোচ স্তানিস্লাভ চেরিসোভ। ২৮ সদস্যের প্রাথমিক দলে মাত্র ৩ জন খেলোয়াড় আছেন যারা রাশিয়ার বাইরে বিভিন্ন লিগে খেলেন। তারা হলেন ব্রুগির গোলরক্ষক ভøাদিমির গাবুলোভ, ফানেরবাখের রক্ষণভাগের খেলোয়াড় রোমান নেউস্তাতের ও ভিয়ারিয়ালের ফরোয়ার্ড ডেনিস চেরিসেভ। পাশাপাশি ২০১৪ বিশ্বকাপে খেলা রাশিয়ার স্কোয়াড থেকে আছেন ৬ জন খেলোয়াড়। মাদক নেওয়ার অভিযোগে অভিযুক্ত খেলোয়াড় রুসলান কাম্বোলোভকেও রেখেছেন স্কোয়াডে। তার আইনজীবী জানিয়েছেন যে ফিফা তার বিরুদ্ধে আনীত অভিযোগ তুলে নিয়েছে। রাশিয়ার সেরা স্ট্রাইকার আলেক্সান্ডার কোকোরিনকে রাখা হয়নি প্রাথমিক দলে। কারণ, তিনি ইনজুরিতে ভূগছেন। প্রাথমিক দল নিয়ে রাশিয়া দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩০ মে অস্ট্রিয়ার বিপক্ষে খেলার পর ৫ জুন খেলবে তুরস্কের বিপক্ষে। রাশিয়ার ২৮ সদস্যের প্রাথমিক দল : গোলরক্ষক : ইগোর আকিনফেভ, ভøাদিমির গাবুলোভ, সোসলান যানাভি ও আন্দ্রেই লুনেভ। ডিফেন্ডার : ভøাদিমির গ্রানাট, রুসলান কাম্বোলোভ, ফেদোর কুদ্রেয়াসোভ, ইলিয়া কুতেপোভ, রোমান নেউস্তাতের, কন্সটানটিন রাউস, আন্দেরি সেমেনোভ, ইগোর এসমলনিকোভ ও মারিও ফার্ন্দান্দেজ। মিডফিল্ডার : ইউরি গাজিনস্কাই, আলেক্সান্ডার গোলোভিন,আলান ডিজাগোয়েভ, আলেক্সান্ডার ইরোকিন, ইউরি জিহিরকোভ, দালের কুজেভ, রোমান যবনিন, আলেক্সান্ডার সেমেদোভ, অ্যান্তন মিরানচুক, আলেক্সান্ডার তাসায়েভ ও ডেনিস চেরিসেভ। স্ট্রাইকার : আর্দেম ডিযুবা, আলেক্সি মিরানচুক, ফায়েদর এসমোলোভ ও ফায়েদর চালোভ। রিজার্ভ খেলোয়াড়দের তালিকা : গোলরক্ষক : মারিনাতো গুইলেহেরেম। ডিফেন্ডার : ভøাদিসলাভ ইগনাতেভ, দিমিত্রি কম্বারোভ। মিডফিল্ডার : ডেনিস গ্লুশাকোভ ও অ্যান্তন শাভেটস। স্ট্রাইকার : অ্যান্তন যাবোলটনি, দিমিত্রি পোলোজ। রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৮/আমিনুল