রাশিয়া বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপের ভেন্যু: রোস্টভ-অন-ডন

শামীম পাটোয়ারী: ২০০৬ ফুটবল বিশ্বকাপের পর আবারও ইউরোপে ফিরেছে বিশ্বকাপ। সবশেষ জার্মানির পর এবার বিশ্বের জমজমাট ও বড় আসরের আয়োজক ইউরোপের আরেক দেশ রাশিয়া। দেশটির ১১টি শহরের মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। চলছে ময়দানী লড়াই শুরুর দিনক্ষণ গননা। হাতে সময় খুব কম। তাই জোর প্রস্তুতি শুরু করেছে আয়োজক রাষ্ট্র রাশিয়া। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক রাশিয়া নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দেওয়ার চেষ্টা করছে অভিনব সব বিশ্বকাপ ভেন্যু নির্মান করে। আসর শুরুর আগেই সেগুলো নিয়ে চলেছে নানা ধরনের বিজ্ঞাপন। ‘গ্রেটেস্ট শো অন আর্থে’-র ময়দানী লড়াই শুরুর আগে রাইজিংবিডির পাঠকদের জন্য রয়েছে রাশিয়া বিশ্বকাপে মোট ১২টি ভেন্যু বিবরন: রোস্টভ-অন-ডন বিশ্বকাপের মতো জমজমাট আসরে নিজেদের শেষ্ঠত্ব জানান দিতে নিজেদের সবটুকু উজার করে দিয়ে সাজার চেষ্টায় করেছে বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ রাশিয়া। নিজেদের মাঠে বিশ্বকাপ আয়োজনের জন্য যেকটি স্টেডিয়াম প্রস্তুত করা হয়েছে সেগুলোর মধ্যে সৌন্দর্যের দিক দিয়ে অন্যতম রোস্টভ-অন-ডন স্টেডিয়াম। স্টেডিয়ামটির অবস্থান রোস্টভ অভলাস্টে। গ্রেটেস্ট শো অন আর্থকে নজরে রেখে এ স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৪ সালে। রাশিয়া এবং ইউক্রেনের বর্ডারের পাশেই অবস্থিত রোস্টভ। দেশটির যোগাযোগ ক্ষেত্রের অন্যতম প্রাণকেন্দ্র বলা হয় এই শহরকে। রোস্টভ-অন-ডন স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৪৫ হাজার।  

ডন নদীর ঠিক প্রান্ত ঘেষেই অবস্থিত এই স্টেডিয়াম। ডন নদীর বা প্রান্ত থেকে চমৎকার এই স্টেডিয়াম ও শহরের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বকাপে আগত দর্শকদের বিশেষভাবে নজর কাড়বে বলে বিশ্বাস আয়োজকদের। ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এই ভেন্যুতে খেলবে। আগামী ১৭ জুন নেইমার-কুতিনহোদের ব্রাজিল এবং সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে সুন্দর এ স্টেডিয়ামটির বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এ ছাড়াও রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে মনোরম সুন্দর রোস্টভ-অন ডন অ্যারেনায়। রাশিয়া প্রিমিয়ার লিগে ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল রোস্টভ এএফসি। বিশ্বকাপ শেষে এই স্টেডিয়ামটি রোস্টভ এএফসির ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হবে। রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৮/শামীম/ইয়াসিন