রাশিয়া বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপ মিশনে উড়াল দিলেন রোনালদোরা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ছয় দিন আগে শনিবার রাশিয়ার উদ্দেশে উড়াল দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। শনিবার সকালে লিসবন বিমানবন্দরে আসে পর্তুগাল দল। দলের সবাই ছিলেন স্যুটেট-বুটেট। রোনালদোদের শুভকামনা জানতে বিমানবন্দরে হাজির হয়েছিল অসংখ্য পর্তুগিজ সমর্থক।

 

বিশ্বকাপকে সামনে রেখে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। গত মাসে তারা তিউনিসিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে। এরপর বেলজিয়ামের সঙ্গেও গোলশূন্য ড্র করে। আর সবশেষ বৃহস্পতিবার আলজেরিয়াকে হারায় ৩-০ গোলে।    

 

বিশ্বকাপে পর্তুগাল ‘বি’ গ্রুপে স্পেন, মরক্কো ও ইরানের বিপক্ষে খেলবে। ১৫ জুন সোচির অলিম্পিক স্টেডিয়ামে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোনালদো, পেপেদের বিশ্বকাপ অভিযান।

 

পর্তুগালের দ্বিতীয় ম্যাচ ২০ জুন মরক্কোর সঙ্গে। এর পাঁচ দিন পর নিজেদের শেষ ম্যাচে তারা ইরানের মুখোমুখি হবে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পর্তুগাল। চার বছর আগের চেয়ে এবার ভালো করার আশায় তারা।

 

পর্তুগাল নিজেদের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট অর্থাৎ ২০১৬ সালের ইউরোর ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। ফাইনালে পর্তুগালের জয়সূচক একমাত্র গোলটি করা এডার অবশ্য বিশ্বকাপের ২৩ সদস্যের দলে নেই। রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৮/পরাগ