রাশিয়া বিশ্বকাপ ২০১৮

সৌদি আরবকে উড়িয়ে রাশিয়ার শুভ সূচনা

ক্রীড়া ডেস্ক : ২০১৮ ফুটবল বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছে রাশিয়ার। উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে বিশ্বকাপের স্বাগতিকরা। ৯০+৩: গোল! সৌদি আরবের জালে পঞ্চম পেরেক ঠুকে দিলেন গলোভিন। ৯০+১: গোল! নিজের জোড়া গোলে স্কোরলাইন ৪-০ করলেন চেরিশভ।         ৭১ মিনিট: গোল! বদলি হিসেবে মাঠে নামার ৮৯ সেকেন্ডেই গোল করেছেন আর্টেম জুবা। ২০০২ সালের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পোল্যান্ডের মার্চিন জিলাকোর (৬৪ সেকেন্ড) পর বিশ্বকাপে কোনো বদলি খেলোয়াড়ের সবচেয়ে দ্রুততম গোল এটি। রাশিয়া ৩-০ সৌদি আরব। প্রথমার্ধ শেষ: রাশিয়া ২-০ সৌদি আরব।    ৪৩ মিনিট: গোল! রোমান জবনিন বক্সের সামনে থেকে বাঁদিকে আনমার্কে থেকা ডেনিশ চেরিশভকে বল বাড়ান। সৌদির দুই ডিফেন্ডার ব্লক করার চেষ্টা করেছিলেন। তবে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন চেরিশভ। রাশিয়া এগিয়ে যায় ২-০ গোলে। 

  ১২ মিনিট: গোল! ২০১৮ বিশ্বকাপের প্রথম গোল। ইউরি গাজিনস্কির প্রথম আন্তর্জাতিক গোলও! বাঁ দিক থেকে অ্যালেক্সান্ডার গলোভিনের ক্রস থেকে গাজিনস্কির হেড খুঁজে নেয় সৌদি আরবের জাল। স্বাগতিক রাশিয়া এগিয়ে যায় ১-০ গোলে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় শুরু হয় ম্যাচটি।

   

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৮/পরাগ