রাশিয়া বিশ্বকাপ ২০১৮

পুসকাসের ইউরোপিয়ান রেকর্ড ছুঁলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের আন্তর্জাতিক গোলসংখ্যা বাড়িয়ে নিলেন রোনালদো। পর্তুগালের এই ফরোয়ার্ড ছুঁলেন একটি রেকর্ডও। সোচিতে কাল রাতে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে পর্তুগাল। এই তিন গোলে ১৫১ ম্যাচে রোনালদোর আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৪টি। ইউরোপিয়ান অঞ্চলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ডে ফেরেন্স পুসকাসকে ছুঁয়েছেন রোনালদো। পুসকাস ৮৫ ম্যাচে রোনালদোর সমানসংখ্যক গোল করেছিলেন হাঙ্গেরির হয়ে। সর্বকালের রেকর্ডে পুসকা ও রোনালদো আছেন তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা আলী দায়ির চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন তারা। ইরানের হয়ে ১৪৯ ম্যাচে ১০৯ গোল করেছিলেন আলী দায়ি। রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৮/পরাগ