রাশিয়া বিশ্বকাপ ২০১৮

পেরুকে হারিয়ে দারুণ শুরু ডেনমার্কের

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের সপ্তম ম্যাচে শনিবার রাত ১০টায় মাঠে নেমেছিল পেরু ও ডেনমার্ক। ১-০ গোলে জয় পেয়েছে ডেনমার্ক। স্কোর: পেরু ০ : ১ ডেনমার্ক এক গোলে জিতল ডেনমার্ক:  ইউসুফ পউলসেনের একমাত্র গোলে  পেরুকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল ডেনমার্ক। পেনাল্টি মিসের আক্ষেপে পুড়ছে পেরু। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পেয়েছিল পেরু। কিন্তু ক্রিস্টিয়ান চুয়েভার শট চলে যায় বারের অনেক ওপর দিয়ে। সহজ সুযোগ হাতছাড়া হওয়ার পর দারুণ কয়েকটি সুযোগ তৈরি করেছিল পেরু। কিন্তু ডেনমার্কের রক্ষণ দুর্গ ভাঙ্গতে পারেনি পেরু। তাইতো চোখের জলে মাঠ ছাড়েন ৩৬ বছর পর  বিশ্বকাপে অংশ নেওয়া পেরুর খেলোয়াড়রা।  এগিয়ে গেল ডেনমার্ক: ২৪ বছর বয়সি ইউসুফ পউলসেনের গোলে পেরুর বিপক্ষে লিড নিল ডেনমার্ক। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে গোল করেন পউলসেন। সতীর্থ ক্রিস্টিয়ান এরিকসনের বাড়ানো পাস থেকে বল নিয়ে ডি বক্সের বাম দিকে ঢুকে পড়েন পউলসেন। খানিকটা স্কিল দেখিয়ে বাম পায়ে শট নিয়ে পেরুর গোল রক্ষককে পরাস্ত করেন পউলসেন। তাতেই ডেনমার্কের লিড।  পেনাল্টি মিস পেরুর: আক্রমণ-পাল্টা আক্রমণে পেরু-ডেনমার্কের প্রথমার্ধের লড়াই এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক সুযোগ পায় পেরু। ডি বক্সের ভেতরে ক্রিস্টিয়ান চুয়েভাকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় তাঁরা। রেফারির চোখে শুরুতে ফাউলটি ধরা পড়েনি। ‘ভার’ প্রযুক্তি ব্যবহার করে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু সহজ সুযোগটি কাজে লাগাতে পারেননি ক্রিস্টিয়ান চুয়েভা। তার নেওয়া ডান পায়ের শট গোলপোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়। কপাল পুড়ে পেরুর। প্রথমার্ধের লড়াইয়ে গোল পায়নি কোনো দল।  ৪৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন মরডোভিয়া অ্যারেনা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। দুই দল প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হচ্ছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে পেরুর অবস্থান ১১তম স্থানে, ডেনমার্কের ১২তম। ৩৬ বছর পর বিশ্বকাপে পেরু। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে খেলেছিল সাউথ আমেরিকার দেশটি। ১৯৮২ পর্যন্ত খেলেছিল আরও তিনটি বিশ্বকাপ। এরপর হঠাৎ হারিয়ে যায় দলটি। ৩৬ বছর পর নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমেছে দুবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলটি। ১৯৭০ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল পেরু। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর ডেনমার্ক আবার রাশিয়ায় চূড়ান্ত পর্বে খেলছে। ২০১০ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়েছিল দলটি। ৮ বছর পর ফের বিশ্বকাপে ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা।  

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৮/ইয়াসিন