রাশিয়া বিশ্বকাপ ২০১৮

পাঁচ বিশ্বকাপে খেলে মার্কেজের রেকর্ড

ক্রীড়া ডেস্ক : প্রথম অধিনায়ক হিসেবে চারটি বিশ্বকাপে এক দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়েছেন আগেই। এবার মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে খেলার রেকর্ডে নাম লেখালেন রাফায়েল মার্কেজ। সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপে খেলার রেকর্ড এতদিন যৌথভাবে ছিল দুইজনের- আন্তোনিও কারবাজাল (মেক্সিকো, ১৯৫০-১৯৬৬) ও লোথার ম্যাথাউস (জার্মানি, ১৯৮২-১৯৯৮)। রোববার জার্মানির বিপক্ষে বদলি হিসেবে নেমে ম্যাথাউস-কারবাজালের রেকর্ডে ভাগ বসালেন মেক্সিকোর ৩৯ বছর বয়সি মার্কেজ। বার্সেলোনার হয়ে চারটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা মার্কেজ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে প্রথম অধিনায়ক হিসেবে কোনো দলকে চারটি আসরে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়েন। সুওথেমোক ব্লাঙ্কোর পর মাত্র দ্বিতীয় মেক্সিকান খেলোয়াড় হিসেবে টানা তিন টুর্নামেন্টে গোল করার কীর্তিও গড়েন। 

   

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৮/পরাগ