রাশিয়া বিশ্বকাপ ২০১৮

লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের বড় জয়

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলতে আসা পানামার শুরুটা ভালো হলো না। রোমেলু লুকাকুর জোড়া গোলে নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৩-০ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বেলজিয়াম। সোচিতে সোমবার ‘এফ’ গ্রুপের এই ম্যাচের প্রথমার্ধে অবশ্য স্কোরলাইন ছিল গোলশূন্য। বেশিরভাগ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি বেলজিয়ানরা। দ্বিতীয়ার্ধে শুরুতেই (৪৭ মিনিট) দুর্দান্ত এক গোলে বেলজিয়ামকে লিড এনে দেন ড্রিস মার্টেন্স। লুকাকুর ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি পানামার এক খেলোয়াড়। দারুণ ভলিতে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান মার্টেন্স। মার্ক উইলমটসের (১৯৯৮, ২০০২) পর প্রথম বেলজিয়ান খেলোয়াড় হিসেবে দুটি আলাদা বিশ্বকাপে গোল করলেন ৩১ বছর বয়সি এই ফরোয়ার্ড। ৬৯ মিনিটে লিড দ্বিগুণ করেন রোমেলু। কেভিন ডি ব্রুইনের দারুণ এক ক্রস থেকে হেডে বল জালে পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার। পাঁচ মিনিট পরই নিজের জোড়া গোলে স্কোরলাইন ৩-০ করেন লুকাকু। এডেন হ্যাজার্ডের পাস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন ২৫ বছর বয়সি এই স্ট্রাইকার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৮/পরাগ