রাশিয়া বিশ্বকাপ ২০১৮

প্রথম লাল কার্ড পেলেন সানচেজ, ইতিহাসের দ্বিতীয় দ্রুততম

ক্রীড়া ডেস্ক : চলতি বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেছেন কলম্বিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস সানচেজ। জাপানের বিপক্ষে ‘এইচ’ গ্রুপের ম্যাচের ২ মিনিট ৫৬ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। চলতি বিশ্বকাপে এটা প্রথম হলেও বিশ্বকাপে ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম সময়ে দেখা লাল কার্ড। ১৯৮৬ বিশ্বকাপে উরুগুয়ের হোসে বাতিস্তা মাত্র ৫৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেছিলেন। দ্রুততম সময়ে লাল কার্ড দেখার রেকর্ডটি এখনো তার দখলে। আজ মঙ্গলবার কলম্বিয়ার সানচেজ দেখলেন দ্বিতীয় দ্রুততম লাল কার্ড। এ সময় পাল্টা আক্রমণে যায় জাপান। ইয়ু ওসাকো বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকেই শট নেন। তাকে আসতে দেখে গোলপোস্ট ছেড়ে পেনাল্টি বক্সেরও সামনে চলে আসেন কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনা। ওসাকোর নেওয়া বাম পায়ের জোরালো শট ঝাপিয়ে পড়ে বুক দিয়ে ঠেকিয়ে দেন অসপিনা। বল চলে যায় ডি বক্সের লাইনের দিকে। শিনঝি কাগাওয়া দৌড়ে এসে শট নেন। গোলরক্ষক তখনও মাটি থেকে উঠে দাঁড়াতে পারেননি। কাগাওয়ার নেওয়া শট বাহু দিয়ে ফিরিয়ে দেন কার্লোস সানচেজ। ফিরিয়ে দিয়েই তিনিও মাটিতে লুটিয়ে পড়েন।সানচেজ হাত দিয়ে এই বল না ফেরালে নিশ্চিত গোল হতে পারতো। রেফারি দৌড়ে এসে পকেট থেকে লাল কার্ড বের করেন। কলম্বিয়ার খেলোয়াড়রা ভিডও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিতে চাইলেও রেফারি সেটা নেননি। তাতে ৩ মিনিটেই দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া। পেনাল্টি থেকে গোল করে ৩ মিনিটের মাথায় জাপানকে এগিয়ে নেন কাগাওয়া। অবশ্য ম্যাচের ৩৯ মিনিটে দশজন নিয়েও সমতায় ফেরে কলম্বিয়া। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৮/আমিনুল