রাশিয়া বিশ্বকাপ ২০১৮

নজির স্থাপন করল জাপান

ক্রীড়া ডেস্ক : এশিয়ার দেশগুলোর বিশ্বকাপে খেলছে বহুদিন ধরে। কিন্তু কোনো বিশ্বকাপেই এশিয়ার কোনো দেশ লাতিন আমেরিকার দলগুলোতে হারাতে পারেনি। ১৮ বার এশিয়ার দেশগুলো লাতিন আমেরিকার দলের মুখোমুখি হয়েছে। প্রত্যেকবারই হার মেনেছে তারা। এবার নজির স্থাপন করল জাপান। প্রথম কোনো এশিয়ান দেশ হিসেবে লাতিন আমেরিকার দল কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে কাগাওয়া-ওসাকোরা। মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে দশজনের কলম্বিয়ার বিপক্ষে প্রার্থিত গোলটি পেয়েছে তারা। ব্রাজিল বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল কলম্বিয়া ও জাপান। সেবার জাপানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল কলম্বিয়া। চার বছর পর সেই হারের প্রতিশোধ নিল জাপান। অবশ্য মঙ্গলবার ম্যাচের ৩ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া। এ সময় কলম্বিয়ার গোলরক্ষক অসপিনার কাছ থেকে ফিরে আসা বলে শট নেন শিনঝি কাগাওয়া। তার নেওয়া শট হাত দিয়ে ফিরিয়ে দেন কলম্বিয়ার মিডফিল্ডার কার্লোস সানচেজ। রেফারি তাকে লাল কার্ড দেন। আর জাপানকে পেনাল্টি উপহার দেন। পেনাল্টি থেকে গোল করে ৩ মিনিটের মাথায় দশজনের কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে যায় জাপান।  

এরপর জাপান বেশ কিছু আক্রমণ চালায়। আক্রমণ চালায় কলম্বিয়াও। কিন্তু তার কোনোটিই জালের নাগাল পায়নি। ম্যাচের ৩৯ মিনিটে জাপানের ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় কলম্বিয়া। কিক নেন হুয়ান কুইনতেরো। তার নেওয়া নিঁচু শট সবাইকে ফাঁকি দিয়ে গোললাইন অতিক্রম করে। তাতে সমতায় ফেরে কলম্বিয়া এবং ১-১ ব্যবধানের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের লড়াই। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় জাপান। ম্যাচের ৭২ মিনিটে হোন্ডার ক্রস থেকে পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে যান ইউইয়া ওসাকো। হেড নেন তিনি। বল গিয়ে ডান কোণা দিয়ে জালে আশ্রয় নেয়। তাতে আবারো এগিয়ে যায় জাপান। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে লাতিন আমেরিকার দল কলম্বিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানিজরা। রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৮/আমিনুল