রাশিয়া বিশ্বকাপ ২০১৮

সার্বিয়ার বিপক্ষে নেই ব্রাজিলের দানিলো-কস্তা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোটের কারণে খেলতে পারবেন না ব্রাজিলের রাইট-ব্যাক দানিলো ও উইঙ্গার ডগলাস কস্তা। মস্কোয় আগামী বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে দানিলো ও কস্তা দলের সঙ্গে মস্কোয় যাবেন না। তারা সোচিতে থাকবেন। সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের প্রথম ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে নেমেছিলেন দানিলো। কিন্তু নিতম্বের চোটের কারণে কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে তিনি খেলতে পারেননি। কোস্টারিকার বিপক্ষে শুক্রবার দ্বিতীয়ার্ধে উইলিয়ানের বদলি হিসেবে নেমেছিলেন কস্তা। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সার্বিয়ার বিপক্ষে খেলতে পারবেন না জুভেন্টাসের এই উইঙ্গার। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার দানিলো ও কস্তার চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রাজিল পরের রাউন্ডে উঠলে দানিলোকে পাওয়ার আশার কথা জানিয়েছেন তিনি। তবে কস্তার সেরে উঠতে ঠিক কতদিন লাগবে, সেটা জানাননি। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে নেইমার-কুতিনহোদের। রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৮/পরাগ