রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের রেফারি তিনি

ক্রীড়া ডেস্ক : মঙ্গলবার দিবাগত রাত ১২টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন তুরস্কের কুনিয়েত কাকির। ফিফার মিডিয়া সেলের ভেরিফায়েড পেজে এই তথ্য দেওয়া হয়েছে। সেখানে লেখা হয় কাকির রেফারি। সহকারী রেফারি-১ তুরস্কের বাহাতিন দুরান, সহকারী রেফারি-২ তুরস্কের তারিক অঙ্গুন, চতুর্থ কর্মকর্তা- নেদারল্যান্ডসের বিজর্ন কুইপার্স। আর রিজার্স রেফারি হিসেবে আছেন নেদারল্যান্ডসের সান্দের ফন রকেল। ৪১ বছর বয়সী কাকির ২০০৭ সাল থেকে শীর্ষ পর্যায়ের ম্যাচ পরিচালনা করে আসছেন। ২০১৪ বিশ্বকাপে তিনি তিনটি ম্যাচ পরিচালনা করেছিলেন। প্রথম ম্যাচ ছিল ব্রাজিল ও মেক্সিকোর মধ্যকার। দ্বিতীয়টা ছিল আলজেরিয়া ও রাশিয়ার। আর শেষটা ছিল সেমিফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে। মে মাসে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৮/আমিনুল