রাশিয়া বিশ্বকাপ ২০১৮

জয় আর্জেন্টিনার, উচ্ছ্বাস ফেসবুকে

রাইজিংবিডি ডেস্ক : অনেক ঘটনার ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা৷ ২-১ গোলে তারা হারিয়েছে সুপার ঈগলদের৷ ম্যাচ জয়ের আগে থেকেই সামাজিক মাধ্যমে নানা উচ্ছ্বাস দেখা গেছে। কেউ মেসিকে শুভকামনা জানিয়েছেন। কেউ মেসি, ম্যারাডোনার ছবি পোস্ট করেছেন। কেউ প্রশংসা, আবার কেউ অভিনন্দনে সিক্ত করেছেন। বিজ্ঞাপন, টিভি নাটক ও চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার এবং পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘ওস্তাদরে একজন ধইরা না রাখলে খোদার কসম খেলা শেষ হওয়ার আগেই গ্যাসবেলুনের মতো আকাশে উইড়া যাইতো। জিনিস লেভেল ইজ ঠু ড্যাম হাই। ট্র্যাজিডি হইলো নিষ্ঠুর পৃথিবী এই নিষ্ঠাবান কালো টিশার্ট পড়া লোকটাকে মনে রাখবে না। আর্জেন্টিনার জয়ের পেছনে তার ভূমিকাকে কোনোভাবেই খাটে করে দেখা যাবে না। বাই দ্য ওয়ে, মাই ম্যান অব দ্য ম্যাচ ফর টুডে ইজ দিয়েগো আরমান্দো মারাডোনা।’ কবি, অনুবাদক ও সম্পাদক ড. মাসুদুজ্জামান লিখেছেন, ‘এত অশ্রু এত প্রার্থনা, ব‍্যর্থ হতে পারে না। উড়াও উড়াও আবার আর্জেন্টিনার পতাকা।’ কবি ও গল্পকার আশরাফ জুয়েল লিখেছেন, ‘আহা... আহা।’ কবি জব্বার আল নাঈম লিখেছেন, ‘ফুটবলে আমার সমর্থনের আলাদা একটা গুরুত্ব আছে। যখন যে দল সাপোর্ট করি তখন সেই দল জিতে। যেমন এই প্রথম গতকাল আর্জেন্টিনার সাপোর্ট করেছিলাম। জিতেও গেছে।’ তরুণ ঔপন্যাসিক হারুন পাশা লিখেছেন, ‘গ্রেট। মেসি গোল পেয়েছে। মেসির এ ছবিটি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত থাকবে প্রোফাইল পিক হিসেবে।’ লেখক ও শিক্ষক সাবরিনা শুভ্রা। তিনি ফেসবুকে লিখেছেন, ‘৭৬ মিনিটের মাথায় মন মেজাজ খারাপ করে রুমে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়েছিলাম মনটায় ভীষণ একটা চাপা কষ্টে। শেয়ার করার কেউ নেই কারণ সবাই আসে পাশে চুনোপুঁটি পর্যন্ত ব্রাজিল....ঘুম ভেঙে দীর্ঘদিন পর একটা ভালো নিউজ পেলাম ...। আফসোস মাত্র ১০ মিনিট পরেই গোল দিল! আর আমি ঘুমিয়ে পড়লাম!’ ক্রিড়া বিশ্লেষক ফরহাদ টিটো। খেলা শুরুর আগে তিনি লিখেছেন, ‘আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি চাপে থাকবেন যে মানুষটা তার নাম লিওনেল মেসি। প্রত্যাশার চাপ, কোটি কোটি মানুষের!’ ছড়াকার সাইফুল্লাহ আল মাহদী। তিনি ছড়া লিখেছেন, পাছে লোকে কিছু বলে আর কিছু বলা চলে? হবে জয় জয়কার ভয়কেতো ন’ওকার পাছে লোকে কিছু বলে তারা খেলে ছলে বলে ওরে সেকি অভিনয় খেলা দিয়ে জেতা হয় বিজয়ের মেসি হয় ভালোবাসা বেশি হয়। অভিনন্দন টিকে থাকার লড়াইয়ের জন্য। সাহিত্যিক মুম রহমান ম্যারাডোনার ছবি দিয়ে লিখেছেন, ‘নো কমেন্টস’। লেখক হাসনাত শোয়েব ফেসবুকে লিখেছেন, ‘আমি আর্জেন্টিনার  সমর্থক না। ঘোরতর ব্রাজিল সমর্থক। আমি মেসিকে সর্বকালের সেরাও মানি না। ফুটবল আমার কাছে কেবল ফুটবল না। মোর দ্যান এনিথিং। এখানে ঈশ্বর একজন। দিয়েগো আরামান্দো ম্যারাডোনা। তিনি সর্বকালের সেরা ফুটবলার বলে না। তিনি ম্যারাডোনা বলে। আজকে তার উদযাপন দেখে তাকে আরো বেশি ভালোবাসি।’ কবি সোহেল হাসান গালিব লিখেছেন, ‘আর্জেন্টিনার দলে এতদিনে একজন বাঙালি পাওয়া গেল। তার নাম পবন।’ প্রকাশক ও লেখক সাঈদ বারী লিখেছেন, ‘সমকালীন ফুটবলে মেসির যে অবদান, তাতে আজ তার একটা গোল (দেওয়া) পাওনা ছিল! ফুটবল ঈশ্বর তা পূরণও করেছেন।’ রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৮/সাইফ