রাশিয়া বিশ্বকাপ ২০১৮

অপেক্ষার অবসান হল সুইডেনের

ক্রীড়া ডেস্ক : ১৯৯৪ সাল। সবশেষ কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা। এরপর অপেক্ষায় ছিল ২৪ বছর। শেষ ষোলোর বৈতরণি আর পেরুতে পারেনি। অবশেষে অপেক্ষার অবসান হল। বিদায় নিতে নিতে ক্লান্ত সুইডেন এবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মুষ্ঠিবদ্ধ হাত উপরে তুলে বার কয়েক ঝাকি দিয়ে আনন্দ অশ্রু মুখ করে দর্শকদের অভিবাদনের জবাব দিল। তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করল। অথচ পুরো ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল ছিল সুইজারল্যান্ডের। ১৮টি শট নিয়েছে তারা। তার মধ্যে চারটি শট ছিল গোল মুখে। পাস অ্যাকুরেসি ছিল ৮৪ শতাংশ। তারা ৯০ মিনিটে পাস দিয়েছে ৬০০টি। সুইডেন দিয়েছে ২৭১টি! তারা কর্নার পেয়েছে ১১টি। সুইডেন মাত্র ৩টি। অথচ এতোগুলো সুযোগ তারা কাজে লাগাতে পারল না। উল্টো ম্যাচের ৬৬ মিনিটে পিছিয়ে পড়ে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। পায়নি জালের নাগাল। ম্যাচ ৯০ মিনিটের বেশি নিতে পারেনি। হার এড়াতে সক্ষম হয়নি শাকা-শাকিরিদের ‍সুইজারল্যান্ড। মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচের ৬৬ মিনিটে এগিয়ে যায় সুইডেন। এ সময় ডি বক্সের সামনে থাকা ইমিল ফর্সবার্গকে বল বাড়িয়ে দেন ওলা তইভোনেন। বল পেয়ে খানিকটা সামনে এগিয়ে গিয়ে ডান পায়ে জোরালো শট নেন সুইডেনের ফর্সবার্গ। তার নেওয়া জোরালো শট সুইজারল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় আকানিজ পা দিয়ে ক্লিয়ার করতে যান। বল তার বুটের কোনায় লেগে গতিপথ পরিবর্তন করে বাম কোনা দিয়ে জালে আশ্রয় নেয়। তার বুটের ছোঁয়া না লাগালে বলটি সরাসরি গোলরক্ষকের হাতে যেত। সেক্ষেত্রে গোলটি নাও হতে পারত। এই গোলটি বাকি সময়ে আর শোধ দিতে পারেনি সুইজারল্যান্ড। ফলে ৬৪ বছর পর আর কোয়ার্টার ফাইনালেও যাওয়া হয়নি তাদের। সুইসদের পেছনে ফেলে ২৪ বছর পর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইডেন। কোয়ার্টার ফাইনালে সুইডিশরা ইংল্যান্ড কিংবা কলম্বিয়াকে পাবে। আজ মঙ্গলবার রাত ১২টায় শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও কলম্বিয়া। রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৮/আমিনুল